বাসন্তী: স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মিশন নার্সারি স্কুলের ছাত্র-ছাত্রীদের টি- শার্ট উপহার।
বাসন্তী সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বসিরহাট সাব ডিভিশনের ন্যাজাট থানার অন্তর্গত সন্দেশখালি ব্লকের কলুর গ্রামের নব দিগন্ত স্বেচ্ছাসেবী সংস্থার অধীনে মিশন নার্সারি স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা এবং ক্রীড়া সংস্কৃতিমনস্ক করার লক্ষ্যে বাসন্তী ব্লকের স্বাস্থ্য কর্মী ওয়াহিদা সরদারের সহযোগিতায় আড়াইশো ছাত্রছাত্রীদের টি-শার্ট উপহার দিলেন সুন্দরবনের কবি ও সমাজসেবী ফারুক আহমেদ সরদার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব দিগন্তের কর্ণধার ডক্টর ফারুক হোসেন গাজী।