ইংরেজবাজার: আমরা এই ব্যাপারে বিচলিত না? কানাই পুরে শুট আউটের ঘটনা নিয়ে পুড়াটুলি এলাকায় মন্তব্য করলেন বিজেপি নেতা
আমরা এই ব্যাপারে বিচলিত নয়। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি পশ্চিমবঙ্গে গুলি বোম যে ব্যাপারটা আছে তার সাথে তৃণমূল কংগ্রেস ওতপ্রোতভাবে জড়িত। আগে বিরোধীদের টার্গেট করা হয়েছিল এখন বিরোধীদের কোর্স কমপ্লিট এখন নিজের দলে কে ক্ষমতা দেখাবে? কে জমি দখল করবে? কে কাটমানি নেবে, এই নিয়ে হচ্ছে গন্ডগোল। মালদার ইংলিশ বাজার থানার কানাইপুর এলাকায় শুট আউটের ঘটনা নিয়ে সোমবার ১২ টা নাগাদ পুরাটুলি এলাকায় বললেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি।