গড়বেতা কলেজের NSS ইউনিটের উদ্যোগে শীতকালীন বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় মঙ্গলবার,এই দিন কলেজ ক্যাম্পাসে এই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডঃ হরিপ্রসাদ সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীবৃন্দ। মূলত এলাকা পরিছন্নতার পাশাপাশি বিভিন্ন সাইবার ক্রাইম থেকে নিজেকে সুরক্ষিত রাখার বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা। আগামী দিনেও এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।