দুয়ারে এডমিশন ক্যাম্পে স্কুলমুখী বহু শিশু, সরকারি বিদ্যালয়েই আস্থার বার্তা। শিক্ষা শিশুর মৌলিক অধিকার—এই বার্তাকে সামনে রেখেই আজ সফলভাবে সম্পন্ন হলো “দুয়ারে এডমিশন ক্যাম্প”। পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের কাইতি গ্রামের অন্তর্গত জুদগুপী এলাকায় অনুষ্ঠিত এই ক্যাম্পের মূল লক্ষ্য ছিল সমাজের পিছিয়ে পড়া ও বিদ্যালয়ছুট শিশুদের ফের মূল শিক্ষাস্রোতে ফিরিয়ে আনা। এই উদ্যোগের দুটি প্রধান উদ্দেশ্য ছিল। প্রথমত, যেসব ছাত্রছাত্রী বয়সের তুলনায় শিক্ষায় পি