খেজুরি ২: খেজুরী-২ব্লকের ধোবা ঘাটা বামন চকের বেহাল রাস্তা আজ পরিদর্শন করেন খেজুরী গ্রাম পঞ্চায়েতের প্রধান কালীপদ মন্ডল
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-২ ব্লকের ধোবাঘাটা বামনচকের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। ছাত্র ছাত্রী থেকে অসুস্থ রোগী,নিত্য যাত্রী খুবই সমস্যা পড়ে। ভোট এলেই এলাকার মানুষেরা সব পক্ষের কাছ থেকে বেহাল রাস্তায় সংস্কারের প্রতিশ্রুতি পায়। কিন্তু ভোট শেষ হলেই সবাই ভুলে যায় তাদের কথা। নিন্মচাপের অতি ভারী বর্ষনের ফলে রাস্তা ঘাট সহ এলাকা পরিদর্শনকরেন খেজুরী গ্রাম পঞ্চায়েতের প্রধান কালীপদ মন্ডল।তিনি বলেন মানুষের দাবি মেনে রাস্তা নির্মান হবে