বারুইপুর: বারুইপুরের বেগমপুরে খুনের ঘটনায় পুননির্মাণ করল পুলিশ
বারুইপুরের বেগমপুরে খুনের ঘটনায় পুননির্মাণ হল দুর্গাপূজার একাদশীর দিন বারুইপুরের বেগমপুরে উদ্ধার হয়েছিল যুবক শান্ত মন্ডলের নলি কাটা দেহ।খুনের নয় দিন পরে মৃতের জামাইবাবু সহ চার জন কে গ্রেফতার করেছিল বারুইপুর থানার পুলিশ। সোমবার অভিযুক্ত জামাইবাবু দেবব্রত পাত্র সহ চারজন কে ঘটনাস্থলে নিয়ে খুনের পুনর্নির্মাণ করল বারুইপুর থানার পুলিশ। এদিন খাল থেকে উদ্ধার হল খুনের দিন ব্যবহৃত ধারালো কাটারি।