পূর্বস্থলী ১: নসরতপুরের মাধব সাহার গলিসংলগ্ন এলাকায় দাদাকে খুনের ঘটনায় গ্রেপ্তার একই পরিবারের দাদা ও ভাই
দাদাকে খুনের ঘটনায় ভাই গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ এর পর সেই খুনের ঘটনায় যুক্ত থাকার অপরাধে আরো আরেক ভাই গ্রেফতার করল নাদনঘাট থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম উত্তম সাহা। এর আগে তার ভাই প্রলয় সাহাকে গ্রেফতার করে পুলিশ তাকে নিজেদের হেফাজতও নেয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের পর উত্তম সাহাকে গ্রেফতার করে গতকাল রাতে পুলিশ। দুজনকেই এদিন সোমবার দুপুরে তোলা হয় কালনা আদালতে বিচারক বিচার শেষে দুজনকেই চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।