রায়গঞ্জ: রায়গঞ্জ টাউনক্লাবে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভিনায়ক দামোদর সাভারকার টিম, উপস্থিত সাংসদ কার্তিক পাল
বুধবার সন্ধ্যায় রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে শেষ হলো নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। ১১ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতায় ইসলামপুর ও রায়গঞ্জ সাব-ডিভিশনের মোট ৩০টি দল অংশ নেয়। সেমিফাইনাল থেকে উত্তীর্ণ দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে রায়গঞ্জ ভিনায়ক দামোদর সাভারকার টিম কালিয়াগঞ্জ শ্যামাপ্রসাদ বিজিএসসি-কে হারিয়ে শিরোপা জিতে নেয়। বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল।