দাসপুর ১: পারিবারিক বিবাদের জেরে পিটিয়ে খুন, ঘটনায় গ্রেফতার ১ পলাতক ২ ঘটনা দাসপুরে
পারিবারিক বিবাদের জেরে পিটিয়ে খুন, ঘটনায় গ্রেফতার ১ , পলাতক ২।ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রানাপুর এলাকায়, জানাযায় ১৪ সেপ্টেম্বর বিকেলে হেঁটে বাড়ি থেকে নিমতলা বাঁধের উপর থাকা সেলুনের দিকে যাচ্ছিলেন তাপস মান্না নামে এক ব্যক্তি। আর সেই সময় তাপসের প্রতিবেশী মধুসূদন বাগ ও তার দুই ছেলে তাপস এবং প্রশান্ত কাঠ দিয়ে তাপস মান্নার মাথাই সজোরে আঘা