মুরারই ২: উত্তরবঙ্গের বন্যা কবলিতদের জন্য অর্থ সংগ্রহ অভিযান মুরারই 1 মন্ডল বিজেপির পক্ষ থেকে জাজিগ্রাম বাজারে অনুষ্ঠিত হল
আজ ৮ অক্টোবর, বুধবার আনুমানিক সন্ধ্যার দিকে বীরভূম জেলার মুরারই ১ নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে জাজিগ্রাম বাজারে উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকার মানুষের সাহায্যের উদ্দেশ্যে অর্থ সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়।এই সামাজিক উদ্যোগে উপস্থিত ছিলেন মুরারই ১ মণ্ডল বিজেপির সভাপতি সেন্টু রাজমল্ল্য, জাজিগ্রাম অঞ্চল বিজেপির কনভেনার তাপস সরকার সহ স্থানীয় বিজেপি নেতৃত্ববৃন্দ।স্থানীয় বাজারের ক্রেতা-বিক্রেতা এবং সাধারণ মানুষ এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।