তুফানগঞ্জ ১: তুফানগঞ্জ পৌরসভার দুটি ঘাট থেকে চলছে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া, গান্ধীপাড়া এলাকা থেকে জানালেন চেয়ারম্যান
তুফানগঞ্জ পৌরসভার মদনমোহন বাড়ি এলাকার মরা রায়ডাক নদীর ঘাট এবং গান্ধী পাড়া এলাকার রায়ডাক নদীর ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৪৫টির মতো প্রতিমা নিরঞ্জন দুটি ঘাটেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রতিভা নিরন্তনের জন্য পৌরসভা থেকে সমস্ত রকম প্রক্রিয়া সম্পন্ন করেছে। আলোর ব্যবস্থা থেকে শুরু করে নৌকা, স্পিডবোর্ড, ডাক্তার, দমকল উপস্থিত রয়েছে এখানে।