মথুরাপুর ২: সুন্দরবন মৎস্য দপ্তরের পক্ষ থেকে ১৫৫ জন বেনি ফিসারি কে দেওয়া হলো চারা পোনা মাছ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুন্দরবন মৎস্যজীবী দপ্তরের উদ্যোগে আজ মথুরাপুর দু নম্বর ব্লকের খাড়ী ও কৌতলা অঞ্চলের 155 জন বেনিফিসারিকে দেওয়া হলো চারা পোনা মাছ। মূলত এই মাছ চাষ করে আর্থিক স্বাবলম্বী হবেন মৎসজীবীরা। পাশাপাশি এ বিষয়ে আজ অর্থাৎ বুধবার দুপুর দুটো নাগাদ পাবলিক অ্যাপে কি বললেন খাড়ী অঞ্চলের অঞ্চল সভাপতি নূরমোহাম্মদ শেখ। চলুন শুনে নেওয়া যাক সরাসরি পাবলিক অ্যাপে তিনি ঠিক কি বললেন।