পুরুলিয়া ২: স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্প নিয়ে প্রশাসনিক বৈঠক হলো পুরুলিয়া ২ নং ব্লকে, উপস্থিত জয়েন্ট BDO
স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্প নিয়ে আজকে প্রশাসনিক একটি বৈঠক হলো পুরুলিয়া দু'নম্বর ব্লকে । দু'নম্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে বৈঠকটি আয়োজিত হয়েছিল । ওই বৈঠকে জয়েন্ট বিডিও, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, স্থানীয় জেলা পরিষদ সদস্যা উপস্থিত ছিলেন ।