কেতুগ্রাম ২: বার বার ছাড়তে হচ্ছে ভিটে, ভাগীরথী গিলছে জমি বাড়ি, ভাঙনের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে কেতুগ্রামের রঘুপুরের বাসিন্দাদের
বার বার বাপ ঠাকুরদার ভিটে ছাড়তে হচ্ছে৷ ভাগীরথী গিলছে জমি, বাড়ি৷ কোনওরকমে ছেলে পুলের হাত ধরেই নদীর পাড়েই বাস করতে হচ্ছে বাসিন্দাদের৷ কয়েক দশক ধরে ভাঙনের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে কেতুগ্রামের রঘুপুর গ্রামের বাসিন্দাদের৷ সোমবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ সেই দৃশ্যই দেখা যায়। বাড়ির পাশ দিয়ে ভাগীরথী চলে এসেছে৷ সমতল থেকে তালগাছ সমান খাল হয়ে গিয়েছে ভাঙনে৷ ফলতো আতঙ্কের মধ্যেই দিন কাটছে রঘুপুরের বাসিন্দাদের৷