মঙ্গলকোট: SIR-এর কার্যক্রম শুরু হতেই ফর্ম বিলি শুরু করেছেন BLO-রা, মঙ্গলকোটের একাধিক সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন বিধায়ক
SIR-এর কার্যক্রম শুরু হতেই বাড়ি বাড়ি ফর্ম বিলি শুরু করেছেন BLO-রা। বুধবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ মঙ্গলকোটের কেশবপুরে সেই দৃশ্য দেখা যায়। আর এই SIR নিয়ে কোনরকম সমস্যায় পড়লে তাদেরকে পরিষেবা দিতে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রত্যেক পঞ্চায়েত এলাকায় চালু করেছে সহায়তা কেন্দ্র। এদিন মঙ্গলকোটের একাধিক সহায়তা কেন্দ্র ঘুরে দেখেন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী। সঙ্গে ছিলেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী সহ অনান্যরা।