ময়ূরেশ্বর ২: ময়ূরেশ্বরে ফের তৃণমূলে ভাঙ্গন, যোগদান ISF-এ
মঙ্গলবার তৃণমূলে ভাঙ্গন দেখা গেল বীরভূমের ময়ূরেশ্বরে। আজ অর্থাৎ মঙ্গলবার বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত দাসপলসা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু তৃণমূল সমর্থক আজ তৃণমূল ছেড়ে যোগদান করলো ISF - এ। আজ তাদের হাতে ISF এর দলীয় পতাকা তুলে দিল ময়ূরেশ্বর এলাকার স্থানীয় ISF নেতা জসিম শেখ। মঙ্গলবার বৈকালে ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত দাসপলসা পঞ্চায়েত এলাকা থেকে উঠে এলো সেই চিত্র। আজ এই যোগদান নিয়ে কি জানালেন প্রতিনিধিরা চলুন শোনাবো