বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল একজনের ।মৃতের নাম জিয়াউর রহমান। ঘটনাটি শুক্রবার ১৪ই নভেম্বর আনুমানিক বেলার দিকে। বীরভূমের পাইকর থানার অন্তগত হিয়াতনগর এলাকায়। বাবার সঙ্গে ছেলে গিয়েছিলো কাজ সাবমার্সিবল এর কাজ শিখতে সে সময় অসাবধানবসত বিদ্যুতের সঙ্গে হাত লেগে যায়।তারপরে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে পাইকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।