শীতলকুচি: মহানবমীতে গোসাইরহাট মিলন সংঘের মণ্ডপ ও প্রতিমা দর্শনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বুধবার শীতলকুচি ব্লকের বিগ বাজেটের পূজা গোসাইরহাট মিলন সংঘের দুর্গাপূজা। প্রতিবছরের ন্যায় এ বছরও গোসাইরহাট মিলন সংঘ দর্শনার্থীদের চমক দেয় এবার তার ব্যতিক্রম ঘটেনি। এবার মিলন সংঘের তিন তিনটি মন্ডপ একই মাঠে তৈরি করে নানান আলোক সজ্জায় সজ্জিত করে তুলেছে যা দর্শনার্থীদের নজর কারছে। আর সেই পরিপ্রেক্ষিতে সন্ধ্যা সাতটা থেকেই মিলন সংঘের মাঠে দর্শনার্থীদের জনসমুদ্র দেখা গেল।