করিমপুর ১: SIR এর শুনানি পরিদর্শনে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়
SIR এর শুনানি পরিদর্শনে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, আজ সারা রাজ্যের সাথে সাথে করিমপুরেও SIR এর শুনানি শুরু হয়, নোটিশ পেয়েছেন এমন ভোটাররা এই শুনানিতে উপস্থিত হন আর এই শুনানিতে বিশাল লাইন চোখে পড়ে, মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো আর এই শুনানির দিন শুনানি পরিদর্শনে আসেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় আর আজ দুপুর ৩ টে নাগাদ এমনই চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায়।