ময়না: বাসুদেবপুরে ৩০ লক্ষ টাকা বিগ বাজেটের আলেয়ার কালীপুজো দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল
পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে বৃহৎ আকারের কালীপুজো আয়োজিত হয় নন্দকুমারীর বাসুদেবপুর এর আলেয়া ক্লাবের কালীপুজো প্রতিবছর এই ক্লাবের থিমের মন্ডপ প্রতিমা সকলের নজর করে এবার তাদের মন্ডপের থিম সময়ের সঙ্গে সঙ্গে মানুষ রূপান্তরিত হচ্ছে পুতুলের। মন্ডপের থিমের তুলে ধরা হয়েছে যন্ত্র সভ্যতা কিভাবে মানুষকে ব্রাশ করেছে আর মানুষ দিনের পর দিন পুতুলে পরিণত হচ্ছে। ৩০ লক্ষ টাকার বিগ বাজেটের আলেয়া কালীপুজো দেখার জন্য আজ হাজার হাজার মানুষ জমায়েত হয়েছেন।