'রাজবংশী স্কুলের নামে পকেট ভারি! কোন অনুমোদন হবেনা' দিনহাটা তে বংশীবদন কে কটাক্ষ মন্ত্রী উদয়নের। শনিবার বিকেল পাঁচটা নাগাদ খেরবাড়ি হাটে এমনি মন্তব্য করেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন পকেট ভারি করার জন্য এক হাজারটি রাজবংশী স্কুল চাওয়া হচ্ছে। কোন রাজবংশী স্কুলের অনুমোদন দেওয়া হবে না। কারণ ওই স্কুলগুলিতে কোন অভিভাবক তাদের সন্তানদের পাঠান না। এই ভাষাতেই গ্রেটার নেতা বংশী বদন বর্মনকে তুলোধোনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।