কুমারগ্রাম: কুমারগ্রাম থানা পরিদর্শনে জলপাইগুড়ি রেঞ্জের DIG
সোমবার কুমারগ্রাম থানা পরিদর্শন করলেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি নীম্বলকর সন্তোষ উত্তমরাও। এদিন সকালের দিকে ডিআইজি থানায় আসেন। ডিআইজির সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, অতিরিক্ত পুলিশ সুপার অসীম খান, আলিপুরদুয়ারের এসডিপিও শ্রীনিবাস এম পি প্রমুখ। এদিন থানা পরিদর্শনের সময় সবদিক খতিয়ে দেখেন ডিআইজি। তিনি কথা বলেন থানার আধিকারিক ও পুলিশকর্মীদের সঙ্গে। পরিদর্শন শেষ করে বিকেলে ডিআইজি আলিপুরদুয়ারের দিকে রওনা হন।