দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত পতশ্রী প্রকল্পের শিংএর হাট থেকে রামেশ্বরপুর পর্যন্ত ঢালাই রাস্তার কাজ রবিবার দিন শুভ সূচনা করলেন বিধায়ক জগরঞ্জন হালদার। প্রায় 2 কোটি ছয় লক্ষ 49 হাজার টাকার ব্যয়ে এই ঢালাই রাস্তার কাজ হবে। এই রাস্তা হলে এলাকার মানুষের অনেকটাই সুবিধা হবে। খুশি এলাকার বাসিন্দারা