কালীগঞ্জ: কালিগঞ্জের শিয়ালখেলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির সম্পাদক নির্বাচন ঘিরে চাপানউতোর
Kaliganj, Nadia | Oct 26, 2025 কালিগঞ্জের শিয়ালখেলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির সম্পাদক নির্বাচন ঘিরে চাপানউতোর। মোট 6 সদস্যের পরিচালন সমিতির সম্পাদক মাস কয়েক আগেই দুর্নীতির প্রতিবাদে পদ থেকে সরে দাঁড়ান। সেই পদে মনোনয়ন ঘিরে চাপানোতর তৈরি হয় রবিবার বিরাট সংখ্যায় পুলিশ বাহিনীর মোতায়েন করা হয় এলাকায় সকাল থেকেই কারফিউ জারি ছিল সমবায় ব্যাংকের ১০০ মিটারের মধ্যে। দুপুরে মনোনয়ন প্রক্রিয়া চালু হলে সমবায় ব্যাংকের ভিতর চাপা উত্তেজনা তৈরি হয়।