কোচবিহার ২: সম্পূর্ণ পুলিশ নিরাপত্তার মধ্য দিয়েই হচ্ছে প্রতিমা নিরঞ্জন, কোচবিহারে জানালেন পুলিশ সুপার
বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, আর আজ বিজয় দশমী প্রত্যেকটা পুজো কমিটির প্রতিমা নিরঞ্জনের দিন। গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও তোরসা নদীর বিসর্জন ঘাটে হচ্ছে প্রতিমা নিরঞ্জন ।কোচবিহার জেলায় সম্পূর্ণ পুলিশই নিরাপত্তার মধ্য দিয়েই প্রত্যেকটি পুজো কমিটির প্রতিমা নিরঞ্জন হচ্ছে বলেই এদিন জানালেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এদিন তিনি কি জানিয়েছেন শুনে নেব