রঘুনাথপুর ২: মঙ্গলদা মৌতড় অঞ্চল তৃণমূলের নতুন কমিটির পদাধিকারীগণকে মৌতড়ের তৃণমূলের কার্যালয়ে সম্বর্ধনা জানালেন দলের নেতা কর্মীরা
সদ্য ঘোষিত হয়েছে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের মঙ্গলদা মৌতড় অঞ্চল তৃণমূলের নতুন কমিটি। ঐ কমিটিতে মঙ্গলদা মৌতড় অঞ্চল তৃণমূলের অঞ্চল সভাপতি করা হয়েছে সুরজিৎ চক্রবর্তীকে,সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সজল ব্যানার্জীকে।এই অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি করা হয়েছে দ্বীপ ভট্টাচার্যকে সহ সভাপতি করা হয়েছে শেখ মুস্তাফা ও চিরঞ্জিত বাউরিকে।মহিলা তৃণমূলের এই অঞ্চলের সভানেত্রী করা হয়েছে দীপ্তি ভট্টাচার্য্যকে।