ডায়মন্ডহারবার ২: ডায়মন্ড হারবার দু'নম্বর ব্লকের সরিষা রায়চক নুরপুর বিভিন্ন জায়গায় নমাজ পাঠের সাথে সাথে শুরু হল কুরবানী
আজ খুশির ঈদ আর সেই উপলক্ষে শনিবার দিন সকাল আটটা থেকে ডায়মন্ড হারবার দু'নম্বর ব্লকের সরিষা নুরপুর রায়চক সহ বিভিন্ন এলাকায় শুরু হলো মুসলিম ধর্মালম্বী মানুষদের নামাজ পাঠ। পাশাপাশি এই ঈদকে বলা হয় বোখরা ঈদ। এই ঈদ উপলক্ষে মুসলিম ধর্মালম্বী মানুষদের কুরবানী দেওয়ার রীতি রয়েছে আর সেই মতোই বিভিন্ন জায়গায় গরু মহিষ নিয়ে সকাল থেকেই কুরবানীর জন্য হাজির হয়েছেন তারা।