খোয়াই: খোয়াই বনকর এলাকার নেশাকারবারি নান্টু দাসের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ এবং গ্রেফতার করে থানায় নিয়ে যায়
Khowai, Khowai | Sep 16, 2025 খোয়াই বনকর এলাকার নেশা কারবারি নান্টু দাসে বাড়িতে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কয়েক বোতল কফ সিরাপ উদ্ধার করে। নান্টু দাস কে গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে যায়।