ঝালদা ১: হাতে গোনা আর কটা দিন বাকি তারপরেই কালীপুজো, শেষ মুহূর্তে জোর কদমে কালী প্রতিমার প্রস্তুতি চলছে চড়িদা গ্রামে
হাতে গোনা আর কটা দিন বাকি তারপরেই কালীপুজো। শেষ মুহূর্তে জোর কদমে কালী প্রতিমার প্রস্তুতি চলছে চড়িদা গ্রামে। পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের ছৌ মুখোশ গ্রাম চড়িদায় মৃত শিল্পীদের কালি প্রতিমা তৈরিতে ব্যস্ততা তুঙ্গে। গ্রামের শিল্পীরা শুধু এলাকারই প্রতিমা তৈরি করেন না ভিন রাজ্যেও বিভিন্ন দেব দেবীর প্রতিমার কাজে গিয়ে থাকেন। গত কয়েকদিন আগে বাঙালির বড় উৎসব দুর্গাপুজোতে দুর্গা প্রতিমা এবং থিম তৈরি করতে ভিন জেলা ও ভিন রাজ্যে গিয়েছিলেন চড়িদা গ্রামের মৃৎশিল্পীরা। এব