খড়গপুর ১: মেদিনীপুর জেলা ডায়গনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জোন সম্মেলন খড়্গপুরে
খড়্গপুর শহরে আয়োজিত হলো পশ্চিম মেদিনীপুর জেলা ডায়গনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জোন সম্মেলন। খড়গপুর শহরের মাঙ্গলিকি লজে আজ রবিবার বিকেল প্রায় সাড়ে ৪টা নাগাদ আয়োজন করা হয় এই সম্মেলনের। এদিন সন্ধ্যা ৬ টা নাগাদ জানা যায় এই সম্মেলন সংগঠনের প্রথম জোন সম্মেলন। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন খড়্গপুরের প্রাক্তন বিধায়ক তথা mkda ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার সহ অন্যান্যরা।