কোচবিহার ১: TMC ২নং অঞ্চলের ব্লক সভাপতি কে শোকজ করা নিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলো BJP কোচবিহার জেলা সভাপতি অভিযোগ দে ভৌমিক
রবিবার সাংবাদিক বৈঠক করে কোচবিহার 2 নং ব্লকের ব্লক সভাপতি কে শোকজ করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। আর এই নিয়ে রবিবার বিকেল পাঁচটা নাগাদ তৃণমূল কংগ্রেসের কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ বর্মন। তিনি বলেন তৃণমূলের সবাই নেতা। যাকে শোকজ করা হয় সেও মিটিং মিছিল করে। এ প্রসঙ্গে ঠিক কি বলছেন বিজেপি নেতা শুনুন।