জগৎবল্লভপুর: অবশেষে জগৎবল্লভপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই ছিনতাই বাজ
হাওড়ার জগৎবল্লভপুরে ব্যাংক থেকে টাকা তোলার সময় এক মহিলার কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় অবশেষে বড়সড় সাফল্য পেল জগৎবল্লভপুর থানার পুলিশ। ছিনতাইয়ের ঠিক ১২ দিনের মাথায় ঘটনার কিনারা করে মহারাষ্ট্রের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, এই দুষ্কৃতীরা দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত।