জয়পুর: পালঞ্জা গ্রামের মহিলাদের মিছিল মদ বিক্রি বন্ধ করতে
Jaipur, Purulia | Oct 24, 2025 আজ শুক্রবার জয়পুর ব্লকের পালঞ্জা গ্রামের মহিলারা গ্রামে মিছিল করে মদ বিক্রি বন্ধ করতে হবে সেই শ্লোগান তুলে।মিছিল শেষে ফিরেষ্ট মোড়ে বিক্ষোভ। পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয়।মহিলা হুশিয়ারী গ্রামে মদ বিক্রি বন্ধ না হলে আরও আন্দোলন হবে।