ফরাক্কা: হাত বদলের আগে নিউ ফরাক্কা স্টেশনে ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জাল নোট সহ দুই যুবক গ্রেফতার করলো ফরাক্কার জিআরপি।
হাত বদলের আগে নিউ ফরাক্কা স্টেশনে ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জাল নোট সহ দুই যুবক গ্রেফতার করলো ফরাক্কার জিআরপি। হাত বদলের আগেই গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা নিউ ফরাক্কা স্টেশনে ১ নম্বর প্লাটফর্মে দুই যুবককের কাছ থেকে ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করলো ফরাক্কার জিআরপি, গ্রেফতার দুই যুবক। জিআরপির আইসি প্রসান্ত রায় জানান, ধৃতদের নাম সুজিত দাস (১৯), বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকায়। আর একজনের নাম রবিউল সেখ (৩০), বাড়ি মালদা জেলার কালি