গাজোল: অভিযাত্রী ক্লাবের শ্রী শ্রী শ্যামা মায়ের কালীপুজো অনুষ্ঠিত হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনের ও নিয়মনিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ভাবে
Gazole, Maldah | Oct 21, 2025 গাজোল অভিযাত্রী ক্লাবের শ্রী শ্রী শ্যামা মায়ের কালীপুজো অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে নিয়মনিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ভাবে শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।আজ তার দ্বিতীয় দিনের শ্যামা মায়ের পুজোর অনুষ্ঠান জমে উঠেছে। মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে জানা গিয়েছে তাদের অভিযাত্রী ক্লাবের 54 তম বর্ষপূর্তি শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হয়। এ বছরে তাদের অভিযাত্রী ক্লাবের থিম রয়েছে আঁধারে আন্দামান আদিবাসী জনগোষ্ঠী জাতির থি