হলদিবাড়ি: অবৈধভাবে তেল নামানোর সময় ট্যাঙ্কারে ভয়াবহ আগুন, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বড়কামাত এলাকায়
মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের বড়কামাত এলাকায় পেট্রোল ট্যাঙ্কার থেকে অবৈধভাবে তেল নামানোর সময় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এখানে বেআইনি তেল বিক্রির কাজ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই ট্যাঙ্কারে আগুন ধরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। আগুন জ্বলতে জ্বলতে একটা সময় ট্যাঙ্কার টি ব্লাস্ট হয়। তাতে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আগুনে দোকান, মন্দির, বাইক পুড়ে যায়।