আজ দুপুর ১ টা নাগাদ তারই শিমুলিয়া চুলকাডি হনুমান মন্দির হইতে শিমুলিয়া নিমগড়িয়া পর্যন্ত ঢালাই রাস্তার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করল এ দিন নারকেল ফাটিয়ে জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, এছাড়া উপস্থিত ছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মাবতী মাহাতো ,বিডিও মনোজ কুমার মাইতি সহ আরো অন্যান্য বিশিষ্ট জনেরা। এই ঢালাই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে 19,90,284 টাকা টাকা।