রামনগর ১: করুণাময়ী দূর্গাপূজোর প্যান্ডেলে দুষ্কৃতী হামলা, ঘটনাস্থলে পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে করুণাময় দুর্গাপূজা প্যান্ডেলে এক দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ সেই অভিযোগে কাঁথির জুনপুট পথ অবরোধের খবর পাওয়া গেছে খবর পেয়ে পুলিশ ওই দুষ্কৃতিকে আটক করে তবে কি কারণে এই হামলা তা বিস্তারিত জানা যায়নি |