বালি-জগাছা: হাওড়া থানা তরফ থেকে প্রতিবছরের মত এ বছর কালীপুজোর আয়োজন, উপস্থিত হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা
হাওড়া থানা প্রতি বছরের মতো এবারও কালী পুজোর আয়োজন করা হয়। এইবারে 15 তম বর্ষে এই হাওড়া থানার কালী পুজো। এবারেও হাওড়া থানা পুজো মন্ডপে উপস্থিত হন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। এছাড়া উপস্থিত থাকেন থানার আইসি