বেলপাহাড়ীর BCA কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হল শুক্রবার। বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ীতে BCA এর উদ্যোগে আয়োজিত হয় দুইদিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট। এদিন বিকেল নাগাদ ফাইনাল খেলায় SYBC জামশেদপুর ক্রিকেট দল ঝাড়গ্রাম CSP ক্রিকেট দলকে হারিয়ে টূর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন বিনপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার, বেলপাহাড়ী থানার আইসি দীপঙ্কর দাস।