তেহট্ট ১: করুইগাছিতে লরির ধাক্কা মোটর বাইককে, গুরুতর আহত এক।
শনিবার বিকেল আনুমানিক তিনটে ৩০ মিনিটের সময় আমতলা গরিবপুরের বাসিন্দা ইসরাইল বেতাই পলাশী রাজ্য সড়কের কড়ুইগাছি কাছে আসতেই একটি লরি তাকে সজোরে ধাক্কা মারে, গুরুতর আহত অবস্থায় ইসরাইল মন্ডলকে নিয়ে আসা হয় তেহট্ট মহকুমা হাসপাতালে, সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় নদীয়া জেলা হাসপাতাল শক্তিনগরে।