আজ বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মাঠমহুলা গ্রামে লক্ষ্মী পূজার আয়োজন করল ওই এলাকার মানুষজন। মূলত পৌষ মাস মানেই লক্ষ্মী মাস, আর সেই লক্ষ্মী মাসের শেষ দিনে দেবীর লক্ষ্মীপূজোর আরাধনায় মাতলো মাঠমহুলা গ্রামবাসী। উল্লেখ্য ৪০ বছর ধরে এই গ্রামে লক্ষ্মীপূজোর আয়োজন করে আসছে ওই গ্রামের মানুষজন। এককথায় বলা যেতেই পারে ধন-সম্পদ বৃদ্ধির জন্য এই পুজোর আয়োজন ওই গ্রামের মানুষজনদের। একইভাবে আজ সন্ধ্যা নাগাদ এই লক্ষ্মী পূজার আয়োজন করল ওই গ্রামের মানুষজন ।