কলকাতা: কলকাতার অন্যতম জনপ্রিয় বারোয়ারি পূজা বেলেঘাটা ৩৩ পল্লী দুর্গোৎসবে বেছে নিয়েছে এক ব্যতিক্রমী থিম
বেলেঘাটা ৩৩ পল্লী দুর্গোৎসবের এবছরের থিম “তিন তিন শর্ত তিন”। কলকাতার অন্যতম জনপ্রিয় বারোয়ারি পূজা বেলেঘাটা ৩৩ পল্লী। এবছর তারা দুর্গোৎসবে বেছে নিয়েছে এক ব্যতিক্রমী থিম— “তিন তিন শর্ত তিন”। এই থিমের মূল ভাবনা মানব জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে তিনটি মৌলিক উপাদান অপরিহার্য—অন্ন, বস্ত্র ও বাসস্থান—সেই বাস্তবতাকেই শিল্পসম্মতভাবে প্রকাশ করেছে এই মণ্ডপ।