বাদুড়িয়া: বাদুড়িয়া ব্লকের কলিঙ্গা গ্রামে চারজন ছাত্রের কোরআন পাঠের সূচনা করালেন কারী ইয়াসিন আলী
মাদ্রাসার চারজন ছাত্র শুরু করল পবিত্র কোরআন পাট। এই উপলক্ষে কোরআনুল করিম অনুষ্ঠানের আয়োজন করা হয় বাদুড়িয়া ব্লকের কলিঙ্গা গ্রামে মাদ্রাসা তাজবীদুল কুরআন মাদ্রাসায়। এই চার ছাত্রের কুরআন পাঠের সূচনা করান প্রখ্যাত আলেম ক্বারী ইয়াসিন আলী। রবিবার এই উপলক্ষে মাদ্রাসায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ডাইরেক্টর কারী ইয়াসিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি মিজানুর মন্ডল, সমাজসেবী শহিদুল ইসলাম