ধূপগুড়ি: চিতাবাঘের হামলায় শিশু মৃত্যুর পর খেরকাটা বস্তিতে ৫টি খাচা ও ৬টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসালো বনদপ্তর
মঙ্গলবার সন্ধ্যায় চিতাবাঘের আক্রমণে শিশু মৃত্যুর ঘটনার পর বুধবার বিকেল সাড়ে চারটা নাগাদ নাগরাকাটার খেরকাটায় চিতাবাঘ ধরতে ৫টি খাঁচা পাতলো জলপাইগুড়ি বনবিভাগ। পাশাপাশি চিতাবাঘের উপর নজরবন্দী রাখতে ৬ টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। একই এলাকায় পর পর দুইবার শিশু মৃত্যুর ঘটনার পর বনকর্মিরা ঐ গ্রামে গেলে তারা তাদের ক্ষোভ উগরে দেন। তবে এদিন এলাকায় অস্মিত রায়ের বাড়ি সহ খেরকাটা গ্রামে শোকের ছায়া দারুনভাবে দেখা গিয়েছে।