বরাবাজার: চাঁদা তুলে নিজেদের উদ্যোগে ২ কিলোমিটার রাস্তা মেরামত করল গাড়াসাগমা ও আদাবনা গ্রামের মানুষজন
সরকারি বিভিন্ন স্থানে আবেদন নিবেদনের কোন সাড়া না পেয়ে নিজেদের রাস্তা নিজেরাই মেরামত করল গাড়াসাগমা ও আদাবনা গ্রামের মানুষজন। শুক্রবার সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় গাড়াসাগমা গ্রামের প্রায় দু' কিলোমিটার কাঁচা রাস্তা মোরাম মাটি দিয়ে মেরামত করল গ্রামের মানুষজন নিজেদের মধ্যে চাঁদা তুলে। নিজেদের উদ্যোগে রাস্তা তৈরীর বিষয় নিয়ে বিজেপির মন্ডল সভাপতি দিলীপ কুমার মাহাতো এবং জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি ভগীরথ মাহাতো, রাজ্য সরকারকে বিভিন্