হিলি: হিলি ব্লকের হিলি গ্রাম পঞ্চায়েতের আপ তোর সংসদে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির
হিলিতে আমার পাড়া আমার সমাধান কর্মসূচিআয়োজিত হলো হিলি ব্লকের হিলি গ্রাম পঞ্চায়েতের আপতোর সংসদে। উপস্থিত ছিলেন হিলের সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশাদ আহমেদ।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল বুথ স্তরে সাধারণ মানুষের সমস্যার কথা শুনে দ্রুত তার সমাধান করা। 'দুয়ারে সরকার'-এর সাফল্যের পর এবার আরেক ধাপ এগিয়ে মানুষের দরজায় সরকার পৌঁছে দিতে এই প্রকল্পের সূচনা হয়েছ