বহরমপুর: রানীনগরে বোমা বাঁধতে গিয়ে আহত ১ তরুণ ভর্তি বহরমপুর MMC হাসপাতালে, গ্রেপ্তার ৩ চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ!
মুর্শিদাবাদের রানিনগর থানার নজরানায় বোমা বাঁধতে গিয়ে জখম এক। জখম তরুনের নাম রিয়ান মন্ডল।ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে রানিনগর থানার পুলিশ। রবিবার রাতে ঘটে বিস্ফোরণের ঘটনা। আহত হয়েছেন ১ জন। ১৯ বছরের ওই তরুনের পায়ে গুরুতর আঘাত রয়েছে। তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । ঘটনাস্থলে মোতায়েন পুলিশ। কেন বাঁধা হচ্ছিল বোমা ? তদন্তে রানিনগর থানার পুলিশ। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ পেশ করা হবে লালবাগ আদালতে।