তেলিয়ামুড়া: কল্যাণপুর বাজার এলাকায় পেভার ব্লকের রাস্তার কাজ পরিদর্শন করে বিধায়ক
রবিবার দুপুর ৩ ঘটিকায় বিধায়ক পিনাকী দাস চৌধুরী কল্যাণপুর বাজার এলাকায় পেভার ব্লকের রাস্তার কাজ পরিদর্শন করে। পরিদর্শনকালে তিনি কাজের গুণগতমান এবং কাজ ঠিকভাবে কাজ হচ্ছে কিনা তা তিনি দেখে আসেন। কথা বলে বাজার এলাকার লোকেদের সঙ্গেও।