হলদিবাড়ি: বিধায়কের উপস্থিতিতে তৃণমূলের সমর্থনী সভা জোরাম মোড়ে, BJP ও CPIM ছেরে ঘাসফুলে যোগ ২০টি পরিবারের
বিধায়কের উপস্থিতিতে তৃণমূলের সমর্থনী সভা অনুষ্ঠিত হলো হলদিবাড়িতে। মঙ্গলবার রাতে হলদিবাড়ি ব্লকের উত্তরবড় হলদিবাড়ি অঞ্চলের জোরাম মোড়ে এই সমর্থনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উত্তরবড় হলদিবাড়ি অঞ্চলের ১২৭ ও ১২৯ নং বুথ থেকে BJP ও CPIM দল ত্যাগ করে মোট ২০টি পরিবার তৃণমূলে যোগ দেয় বলে দাবি। নবাগতদের হাতে দলিয় পাতাকা তুলে দেয় মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী।